বিশ্বকাপ মূলপর্বের প্রাথমিক রাউন্ডের শেষ পর্বের খেলায় কাতারের আল-খোর শহরের আল-বায়াত স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে জার্মানি আর কোস্টারিকার পুরুষ ফুটবল দল। আর এই ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকতে চলেছেন মহিলা রেফারী ও ম্যাচ অফিশিয়ালরা। ম্যাচের তিনজন সরাসরি ম্যাচ অফিশিয়ালের তিনজনই হতে চলেছেন নারী।
by দেবাশিস মজুমদার | 01 December, 2022 | 1019 | Tags : Germany Vs Costarica Woman Referee Qatar World Cup 2022